November 11, 2025, 5:32 pm
ব্রেকিং নিউজ

টাঙ্গাইলে তিতাস গ্যাস লাইনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখ গ্রাহক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, September 28, 2025
  • 34 দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে তিতাস গ্যাসে সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ১৫ গ্যাস স্টেশন এবং মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে৷

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইর সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অপরদিকে— গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা৷

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন বলেন, গ্যাস লাইনের ওপর বিদ্যুতের খুঁটি ছিল। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় ২ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102