অনুষ্ঠানটি গত ২৮শে সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যা ৭টায় ব্রুকলিনস্থ “চট্টগ্রাম ভবন”-এ অনুষ্ঠিত হয়।
সৈয়দ এম রেজা ছিলেন সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং আজীবন সদস্য। তিনি নিউ ইয়র্কের বাংলাদেশি প্রবাসী সমাজের একজন শ্রদ্ধেয়, সুপরিচিত এবং গুণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে প্রবাসী কমিউনিটি এক অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে।
অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি এক্টিভিস্ট, চট্টগ্রাম সমিতির সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বহু সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের স্মৃতিচারণে মরহুম সৈয়দ এম রেজার ভাইয়ের অবদান ও জীবন দর্শনের কথা শ্রদ্ধাভরে তুলে ধরেন এবং অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দুআ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে চট্টগ্রাম সমিতির নতুন আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়, যা অনুষ্ঠানে একটি নতুন মাত্রা যোগ করে।
সবশেষে উপস্থিত সবাইকে রাতের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়, এবং এক পরিমিত, ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে…!
চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক”-এর বর্তমান সভাপতি আবু তাহের ভাইয়ের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভাই। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমরুল ভাই, ইছা ভাই, আমিন ভাই, শফিক ভাই, তানিম ভাই, কলিম ভাইসহ সমিতির বর্তমান কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, যাঁদের নিরলস প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়িত হয়…!!