February 17, 2025, 5:44 pm
ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা ‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’ ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৩৫৪ প্রস্তাব বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১৪শ বিদেশি মেহমান জবি বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নেতাদের পদত্যাগ ইজ‌তেমায় লা‌খো মুস‌ল্লির জুমার নামাজ আদায় ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ভোজ্যতেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শবেবরাতের আমল ও করণীয় স্বর্ণের দাম বাংলাদেশে ইতিহাস গড়ল সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলায় আহত ১৫ আজ থেকে বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর

চাল নিয়ে চালবাজি।।তদারকি সংস্থাগুলো কী করছে?

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, January 12, 2025
  • 17 দেখা হয়েছে

সম্পাদকীয়
এখন আমনের ভরা মৌসুম। চাল আমদানিও করা হচ্ছে। ফলে বাজারে চালের সরবরাহ বেড়েছে। এমন পরিস্থিতিতেও মিলারদের চালবাজিতে মিলপর্যায়ে বস্তাপ্রতি (৫০ কেজি) দাম বেড়েছে সর্বোচ্চ ৭০০ টাকা। এতে পাইকারি আড়তেও চালের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

ভরা মৌসুমেও চাল কিনতে বিড়ম্বনার শিকার হওয়ায় ভোক্তাদের হতাশা বেড়েছে। সাময়িক মজুতদারির কারণে চালের দাম বেড়েছে বলে বুধবার জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, চালের পর্যাপ্ত মজুত আছে। তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এক বছর আগের একই ঘটনা আমরা ভুলিনি। তখন আমনের বাম্পার ফলনের পাশাপাশি সরকারি গুদামে চালের মজুত ছিল পর্যাপ্ত; বাজারে এর সরবরাহও ছিল পর্যাপ্ত। তারপরও ভরা মৌসুমে তখন চালের বাজার ছিল অস্থির।

চালের বাজারে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে যে সিন্ডিকেট সক্রিয়, এটি বহুল আলোচিত। অতীতেও আমরা লক্ষ করেছি, পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানোসহ নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও বাজারে এর প্রভাব পড়েনি। লক্ষ করা যাচ্ছে, ধানের ভরা মৌসুমেও একটি চক্র নানা কৌশলে চালের বাজারে অস্থিরতা তৈরি করে। এতে বোঝা যায় এ চক্রের শেকড় কত গভীরে। যেহেতু এ চক্র চালের বাজারে বারবার অস্থিরতা তৈরি করে, সেহেতু চক্রের সদস্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা দরকার।

বাজারে একাধিক সংস্থা তদারকির কাজে নিয়োজিত। প্রশ্ন হলো, ভোক্তারা এ থেকে সুফল পাচ্ছে না কেন? ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বলেছেন, পণ্যের দাম বাড়লেই কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন; কিন্তু যে স্তরে কারসাজি হয়েছে, সে স্তরে মনিটরিং হয় না। আমরা মনে করি, যে যে ক্ষেত্রে কারসাজি হচ্ছে, সব ক্ষেত্রে জোরালো মনিটরিং অব্যাহত রাখা দরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপ সামলাতে এখন মধ্যবিত্তও হিমশিম খাচ্ছে। সীমিত ও প্রান্তিক আয়ের মানুষ এর ফলে কতটা অসহায় হয়ে পড়েছে, তা সহজেই অনুমেয়। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানোর পাশাপাশি তা তাৎক্ষণিকভাবে কার্যকরের ঘোষণা দিয়েছে। নতুন শুল্ক-কর আরোপের ফলে সব শ্রেণির মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে। কয়েক মাস পর শুরু হবে রোজা। এখন থেকেই বাজার ব্যবস্থাপনার ত্রুটি দূর করতে জোরালো পদক্ষেপ নেওয়া না হলে ভোক্তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102