February 17, 2025, 2:58 pm
ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা ‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’ ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৩৫৪ প্রস্তাব বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১৪শ বিদেশি মেহমান জবি বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নেতাদের পদত্যাগ ইজ‌তেমায় লা‌খো মুস‌ল্লির জুমার নামাজ আদায় ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ভোজ্যতেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শবেবরাতের আমল ও করণীয় স্বর্ণের দাম বাংলাদেশে ইতিহাস গড়ল সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলায় আহত ১৫ আজ থেকে বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর

চট্টগ্রামে ভবনে ঢুকে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, February 4, 2025
  • 23 দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :
চট্টগ্রামে ভবনে ডাকাতির চেষ্টায় ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী চট্টগ্রাম নগরীর একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টা করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই ভবনে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দুপুর দেড়টার দিকে পুরো ভবন ঘিরে ফেলেন পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ২টায় ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টায় ওই ভবনে ঢুকেন তিন ডাকাত। তারা ওই ভবনে আগে কাজ করতেন। ভবনটি লোকমান নামে এক ব্যক্তির। ষষ্ঠ তলার ওই ভবনে দ্বিতীয় তলায় থাকতেন তিনি। সকালে ডাকাতরা তার বাসায় আক্রমণ করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। দুই ডাকাত পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। আরেক ডাকাত ভবন মালিককে তার বাসার বাথরুমে নিয়ে বন্দী করে রাখেন।

আটক হওয়া দুইজন ডাকাত হলেন- বায়েজিদ ও আকাশ। পলাতক আসামির নাম এখনো জানা যায়নি। তারা তিনজনই চট্টগ্রাম ভবনের মালিকের সহকারি হিসেবে কাজ করতেন।

দুপুর আড়াইটার দিকে ভবন থেকে বেরিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দুপুর ১২টায় পুলিশ খবর পেয়ে পুরো ভবন ঘিরে ফেলে। এরপর র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে যোগ দেয়। ভবনটি লোকমান নামের এক ব্যক্তির। তাকে ডাকাতরা বাথরুমে বন্দী করে রেখেছিল। পাঁচ মিনিটের অপারেশনে আমরা তাকে উদ্ধার করি। তিনি কিছুটা আহত হয়েছেন। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তাকে রক্ষা করার জন্য আমরা একটি সাউন্ড গ্রেনেন্ড ব্যবহার করেছি। এ ঘটনায় দুজন ডাকাতকে গ্রেফতার করেছি। আমরা আসার আগেই আরেকজন পালিয়েছে। তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102