আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সারা দেশে মাঘের হাড়কাঁপানো শীত নেমেছে। শৈত্যপ্রবাহ তো আছেই। উত্তরের জনপদ গাইবান্ধার তাপমাত্রাও কমেছে বেশ ভালোই। এ দুঃসময়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করে কনকনে শীতে ঠকঠক করে কাঁপা শীতার্ত মানুষের মুখে হাসি ফোটালো আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট এর পরিচালক অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিমের উদ্যোগে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে
ট্রাস্ট কার্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক তোহিদ জাহান মিতালি, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা আকন্দ, উদাখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সামাজ সেবক আঃ মান্নান, জছিজল হক আকন্দসহ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
উপকারভোগীরা শীতবস্ত্র কম্বল পেয়ে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের তীব্রতায় আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই কম্বল পেয়ে আমরা অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছি।