March 23, 2025, 2:17 pm
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’ এবার ঈদে টানা ৯ দিনের ছুটি ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া পুলিশের বিষয়ে ৫ সিদ্ধান্ত সাত বছরের শিশুকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন জাতীয় দলে হামজার জার্সি নম্বর কত, জানা গেল ঈদ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ডিসেম্বরে নির্বাচন, সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে আবরার হত্যা মামলা:২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, June 10, 2024
  • 74 দেখা হয়েছে

 

ইমরান মোল্লা:কেএমপি’র সদর দপ্তরস্থ কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম তার সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা আজ দুপুর ৩ টায় অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যে জঙ্গী ও সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি প্রতিহত সহ হত্যা, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণ, অপহরণসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের নিবিড়ভাবে তদন্ত করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। যে কোন ধরণের ফৌজদারি আপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারি দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সকল পদমর্যাদার অফিসার-ফোর্সকে ডিসিপ্লিন মেনে চলতে হবে এবং কারো অনাকাঙ্খিত চলাফেরার কারণে যেন পুলিশ ডিপার্টমেন্টের বদনাম না হয় সে দিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেন। কেএমপিকে সবাই মিলে একটি চমৎকার গতিশীল ইউনিটে পরিণত করতে তৎপর আছেন মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বক্তব্যে বলেন, খুলনা মহানগরী এলাকায় মাদক সংক্রান্ত কোন অভিযোগ শুনতে চাই না। এজন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী, জুয়াড়ি, দেহ ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। কেএমপি’র আওতাধীন এলাকায় চুরির ঘটনা ঘটলে দ্রুততার সাথে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চোরাই মালামাল উদ্ধার করতে হবে। চুরি বন্ধে টহল পুলিশ নাইট গার্ডদের সতর্ক করবে পাশাপাশি থানা এলাকায় টহল ও মোবাইল ডিউটি কালীন সময়ে লাইট ও বাঁশি ব্যবহার করতে হবে। প্রত্যেকে অভিযানের ক্ষেত্রে সর্তক থেকে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করতে হবে। কেএমপি’র যে কোনো থানায় আগত সেবা প্রত্যাশীদের কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। সকল থানার রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা সমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং যে কোন অপরাধ মোকবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।

কেএমপি’র পুলিশ কমিশনার অপরাধ পর্যালোচনা সভার শুরুতে আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত বিশেষ পুরস্কার সংশ্লিষ্ট অফিসার-ফোর্সদের হাতে তুলে দেন। এছাড়াও কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) মোঃ নাসিম এ-গুলশান; হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম; খুলনা থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু; পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) শেখ রবিউল ইসলাম; আরআই, পুলিশ লাইন্স মোঃ ওলিয়ার রহমান; খুলনা থানার এসআই (নিঃ) সুকান্ত দাশ; এসআই(নিঃ) এইচ এম শহিদুল ইসলাম; এসআই (নিঃ) মোঃ খালিদ উদ্দিন; এসআই (নিঃ)মোঃ ফয়জুল ইসলাম; সোনাডাঙ্গা মডেল থানার এসআই(নিঃ) দীপক কুমার পাল; এসআই(নিঃ) আশরাফুল আলম; এসআই(নিঃ) হাসানুজ্জামান এসআই(নিঃ) মুক্তা বিশ্বাস; লবণচরা থানার এসআই(নিঃ) প্রদীপ বৈদ্য; এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম; হরিণটানা থানার এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম; খালিশপুর থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা; দৌলতপুর থানার এসআই (নিঃ) সুবর্ণা রানী পাল; এসআই(নিঃ) মোঃ মিকাইল হোসেন; এসআই(নিঃ) অনাদি বিশ্বাস; এসআই(নিঃ) বদিউর রহমান; এসআই(নিঃ) আলিমুজ্জামান; খানজাহান আলী থানার এএসআই(নিঃ) তুহিন মিয়া; খানজাহান আলী থানার এসআই(নিঃ) অয়ন তীর্থ পাইক; এসআই(নিঃ) কামরুল হুদা নাঈম; গোয়েন্দা বিভাগের এসআই(নিঃ) মোঃ সিরাজুল ইসলাম; এসআই(নিঃ) মোঃ সেলিম হোসেন; এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম; অপরাধ শাখার এসআই(নিঃ) এস.এম. সাহাদত; সিটিএসবি এসআই(নিঃ) মোঃ রবিউল ইসলাম; সার্জেন্ট সজীব কুমার সাহা; টিএসআই মোঃ রিপন রানা; সার্জেন্ট রেকসনা খাতুন, বিপিএম; টিএসআই মোঃ আলমগীর হোসেন; সার্জেন্ট দিলীপ বিশ্বাস; টিএসআই সৈয়দ সেলিম আলী; টিএসআই মোঃ রেজাউল করিম; সার্জেন্ট সুকান্ত মল্লিক; সার্জেন্ট চন্দন কুমার দাস; টিএসআই মোঃ রেজাউল হক; এসএএফ শাখার এসআই(সঃ) ৪০২৮ মোঃ আব্দুস সামাদ; খালিশপুর থানার এএসআই(নিঃ) মোঃ কামাল হোসেন; দৌলতপুর থানার এএসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন; এএসআই (নিঃ) মোঃ আলমগীর খান; গোয়েন্দা বিভাগের এএসআই(নিঃ) কাজল কুমার দাস; সিটিএসবি এএসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদ; প্রসিকিউশন বিভাগের এএসআই(নিঃ) মোঃ ইমাদুল ইসলাম; পিওএম বিভাগ এএসআই(সঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন; বিভাগ নায়েক মোহাম্মদ নুরুল ইসলাম;কেন্দ্রীয় অস্ত্রাগারের নায়েক মোঃ মেসকাতুজ্জামান; হিসাব শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জসিম উদ্দিন; সদর বিভাগের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ নাজিম উদ্দিন; পুলিশ কমিশনার অফিকেসর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল্যাহ আল-বুখারী; রেশন স্টোরের সহকারী মোঃ তৌফিক হোসেন; প্রসিকিউশন বিভাগের নারী কনস্টেবল প্রতিভা ঘোষ; হরিণটানা থানার কনস্টেবল মোঃ পারভেজ আহম্মেদ; সিটিএসবি কনস্টেবল মোঃ আবু হোসেন; পুলিশ কমিশনার অফিসের কনস্টেবল হুসাইন আহমাদ; প্রসিকিউশন বিভাগের কনস্টেবল চিন্ময় কুমার কুন্ডু; হিসাব শাখা কনস্টেবল মোঃ মাহবুবুর রহমান; এসএএফ শাখার কনস্টেবল মোঃ শাকিব হোসেন; কনস্টেবল; কনস্টেবল মোঃ রাকিবুজ্জামান রনি; কনস্টেবল মোঃ নাজমুল ইসলাম; লাইনওআর নারী কনস্টেবল মোসাঃ ফারজানা খাতুন; কনস্টেবল আল মাসুদ হাসান; ইএন্ডডি শাখা কনস্টেবল/৬১৬০ মোঃ আল-মামুন; বেতার শাখার কনস্টেবল ফকির মোঃ শামীম ইসলাম; কন্ট্রোল রুম কনস্টেবল মোঃ আবুল কালাম আজাদ; উত্তর বিভাগের কনস্টেবল মোঃ হৃদয় আলী; রেশন স্টোরের কনস্টেবল পলাশ কুমার সরকার; কনস্টেবল মোঃ শহীন আলী সিকদার; অভ্যর্থনা শাখা সদরদপ্তর নারী কনস্টেবল তাসমিয়া আক্তার কবিতা; মিডিয়া শাখার ক্যামেরাম্যান কনস্টেবল মোঃ সাজ্জাতুল জুম্মা; কেন্দ্রীয় অস্ত্রাগারের কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম’দেরকে সরকারি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের জন্য তাদেরকে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102