November 16, 2025, 6:58 pm
ব্রেকিং নিউজ

খানখানাপুর ইউনিয়নে সম্রাট নগর এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, January 8, 2025
  • 623 দেখা হয়েছে

রাজু আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা মাদক কারবারিকে আটক করতে গিয়ে রাজবাড়ী সদরে সম্রাট নগর এলাকায় ৩ টি বিদেশি আগ্নেয়াস্ত্র,০৭ রাউন্ড গুলি ও শুন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করেছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত নয়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানতে পারে যে, গোয়ালন্দ গোধুলি পার্ক পাকা রাস্তার উপর ইয়াবা বেচাকেনা হবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব এসআই জুয়েল এসআই সেলিম সঙ্গীও ফোর্স সহ মাদক ও ওয়ারেন্ট উদ্ধার অভিযানের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়।

এসময় ইয়াবা দেওয়ার জন্য গোধূলি পার্কের পাশে পাকা রাস্তার উপর মাদক কারবারি সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে আসে। এসময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার দোকানে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার ড্রেজারের পাইপ ঘরে প্রবেশ করে সেখানে তিনটি বিদেশি পিস্তল ও গুলি দেখতে পেয়ে। উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে সাদ্দামের নিজের পাইপের গুদাম ঘরে তল্লাশি করে ০৩ টি বিদেশী পিস্তল,০৭ রাউন্ড গুলি ও শুন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করে।

ওসি আরও বলেন,উপরোক্ত বিষয়ে থানা ও ডিবি পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102