November 11, 2025, 5:19 pm
ব্রেকিং নিউজ

ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ‘সালেহা পাগলী’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 25, 2025
  • 10 দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে পরিচিত ছিলেন ‘সালেহা পাগলী’ নামে। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সালেহা বেগম। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু সালেহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালেহা পাগলী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে তিনি মারা গেছেন। শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার জমানো টাকা ইসলামি শরিয়া মোতাবেক ভাগ করা হবে।

উল্লেখ্য, সালে পাগলী সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন এবং প্রায় ৪০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করতেন। সম্প্রতি দুই দিনের ব্যবধানে তার কুঁড়েঘর থেকে তিন বস্তা টাকা উদ্ধার করে এলাকাবাসী। গণনা শেষে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102