November 11, 2025, 5:15 pm
ব্রেকিং নিউজ

‘কৃষকের পায়ের ধুলো উৎকৃষ্ট সার’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, October 23, 2025
  • 15 দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাহাঙ্গীর আলম কৃষকদের নিবেদন ও শ্রমকে মহিমান্বিত করে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি বলেন, কৃষকের পায়ের ধুলো উৎকৃষ্ট সার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘জৈব পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন এবং রোগবালাই দমন’ শীর্ষক কৃষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, সার ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনে কৃষক ও তাদের শ্রমের গুরুত্ব অপরিসীম। মাটির উর্বরতা রক্ষা ও ফসল ফলানোর জন্য কৃষক যে অক্লান্ত পরিশ্রম করেন, তা কোনো রাসায়নিক সারের চেয়ে কম মূল্যবান নয়। এ মন্তব্য কার্যত কৃষকদের কাজের প্রতি সম্মান জানানো এবং কৃষিক্ষেত্রে তাদের ভূমিকাকে মহিমান্বিত করারই একটি প্রয়াস।

তিনি আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকের ঐতিহ্যগত জ্ঞান এবং মাটির সঙ্গে তাদের সম্পর্ক ফসল উৎপাদনের ভিত্তি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102