কুমিল্লা প্রতিনিধি:
আজ সন্ধ্যায় গ্র্যাণ্ড দেশপ্রিয় কনভেনশন হলে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বকশির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় থিওসোফিক্যাল সোসাইটির প্রচার প্রসার উন্নয়ন সংস্কার ও ঐতিহ্য বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
এতে অংশ নেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, অধ্যাপক ডা: আতোয়ার রহমান, এড. শহীদুল হক স্বপন, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, সংগঠক খায়রুল আজিম শিমুল, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, বাহার রায়হান, মাসুদ মজুমদার, এম মনির মজুমদার ও খোকন চন্দ প্রমুখ।
সভা উপস্থাপনা ও সভার প্রারম্ভে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন সোসাইটির সদস্য সচিব চন্দন দাস।