November 11, 2025, 4:51 pm
ব্রেকিং নিউজ

কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাত সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 8, 2025
  • 20 দেখা হয়েছে

নলছিটি (‎ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে একটি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি ছিল মারাত্মক বিষাক্ত সাপ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।হঠাৎ এমন ঘটনায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎‎জানা গেছে, এ দিন সকালে ওই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে এসে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। পরে তারা ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট ৭টি সাপ ধরে পিটিয়ে মেরে ফেলেন। সবগুলোই ছিল বিষাক্ত।

‎‎স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁক-ফোকর ও গর্ত তৈরি হয়েছে। সেখানেই সাপের আবাসস্থল গড়ে উঠেছে।

‎‎কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মারজিয়া খানম বলেন, এত পুরনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে। এ পুরাতন ভবনে পরবর্তীতে সাপ থাকবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। এ ধরনের ঘটনা তো ফের ঘটতে পারে। ভবনের দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন করাসহ সেবা নিতে আসা মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

‎‎স্থানীয়রা জানান, কমিউনিটি ক্লিনিক ভবনটি সংস্কার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এ ধরনের বিপদ থেকে এড়ানো যাবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102