লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জের কৃতি সন্তান লেখক-গীতিকবি ইশতিয়াক রুপুর নতুন গ্রন্থ ‘বুক পকেটে আমার শহর’ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের সুহৃদজনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমি। এতে সভাপতিত্ব করেন লেখক প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক সুখেন্দু সেন, কবি মুনমুন চৌধুরী, লেখক রেহান রেজু এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ইশতিয়াক আহমদ রুপু।
অ্যাড. এনাম আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কবি ইকবাল কাগজী, কবি কুমার সৌরভ, সুনামগঞ্জের ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার মো. গোলাম আজাদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সমাজসেবক আনিসুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাংবাদিক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু , কবি ইয়াকুব বখত বাহলুল, অ্যাড. ফারুক আহমদ, কবি এনাম আহমদ সহ রাজনীতিবিদ, লেখক, কবি, সংগীত শিল্পী, শিক্ষকবৃন্দ।