অনলাইন ডেস্ক:বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রাত পর্যন্ত ৭২টি দেশে থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে ২ হাজার ১৫০ জন মুসল্লী ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন।
তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর তাবলীগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করেন। বিশ্ব ইজতেমায় অংশ নেন দেশবিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি। ইজতেমায় বয়ান করেন বিশ্বের শীর্ষস্থানীয় সব মাওলানারা। এতে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এবার অনুষ্ঠিত হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা। প্রতিবছর ইজতেমার সময় শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ এখানেই অনুষ্ঠিত হয়।
লাখ লাখ মুসল্লির সঙ্গে জামায়েত বদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে গাজীপুরসহ আশপাশ জেলা থেকে ছুটে আসেন মুসল্লিরা। অনেকে রাতেই ময়দানে এসে অবস্থান নেন। মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে যায় বিশ্ব ইজতেমা ময়দান। জায়গা না পেয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন তারা।