March 23, 2025, 1:18 pm
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’ এবার ঈদে টানা ৯ দিনের ছুটি ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া পুলিশের বিষয়ে ৫ সিদ্ধান্ত সাত বছরের শিশুকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন জাতীয় দলে হামজার জার্সি নম্বর কত, জানা গেল ঈদ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ডিসেম্বরে নির্বাচন, সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে আবরার হত্যা মামলা:২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, May 13, 2024
  • 79 দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার হয়নি। নির্ধারিত দিনে মামলার অন্যতম আসামি মিতুর স্বামী বাবুল আক্তারকে সোমবার সকালে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালত সাক্ষ্যগ্রহণ করেননি।চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ মামলার বিচার কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী নেছার আহমেদ।

আদালত সূত্র জানায়, সকালে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। বাবুল আক্তারকে আদালত কক্ষে আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য নির্ধারিত বেঞ্চে বসানো হয়। তখন অন্য মামলার কার্যক্রম চলছিল। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে বেঞ্চে শোয়ানো হয়।

সেখানে পুলিশ ও স্বজনরা তাকে প্রাথমিক সেবা দেন। তার অসুস্থতার কারণে রাষ্ট্রপক্ষ আদালতে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১৫ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

মিতু হত্যা মামলায় এ পর্যন্ত ৪৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহমেদ জানান, স্ত্রী মিতু হত্যা মামলায় আদালতে হাজির করা হলে তিনি অসুস্থ বোধ করেন। পরে প্রিজনভ্যানে যেতে অপারগতা প্রকাশ করে বাবুল আক্তার মাইক্রোবাসে তাকে কারাগারে নেওয়ার দাবি করেন। প্রিজনভ্যানের পরিবর্তে মাইক্রোবাসে করেই তাকে ফেনী কারাগারে নেওয়া হয়েছে।

২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে।

গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে এ মামলার অন্যতম আসামি হন বাবুল আক্তার।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102