March 22, 2025, 7:52 pm
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’ এবার ঈদে টানা ৯ দিনের ছুটি ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া পুলিশের বিষয়ে ৫ সিদ্ধান্ত সাত বছরের শিশুকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন জাতীয় দলে হামজার জার্সি নম্বর কত, জানা গেল ঈদ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ডিসেম্বরে নির্বাচন, সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে আবরার হত্যা মামলা:২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

আদালতে যা বললেন শ্যামল, মোজাম্মেল ও শাহরিয়ার কবির

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, September 17, 2024
  • 81 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে আটক হন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। স্থানীয়রা তাদের আটক করে পরে পুলিশে সোপর্দ করেন। একই দিন ঢাকার বনানী থেকে গ্রেফতার করা হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উপস্থিতদের মাধ্যমে জানা যায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দাবি করেন, আমি কখনো সরকারি সুবিধা নিইনি এবং কোনো চাটুকারিতা করিনি।

অপরদিকে, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, জয় বাংলা, জয় হিন্দ— সম্পর্কে আমার বক্তব্য ম্যানুপুলেট করা হয়েছে।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির মন্তব্য করেন, আমি কখনো ইসলামকে আঘাত করে কিছু বলিনি বা ইসলামকে কুটূক্তি করিনি।

মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রমনা থানার এলাকায় আসামিরা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে অনেক সাধারণ মানুষ আহত হন, যার মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় লিজা আক্তারের বাবা মো. জয়নাল শিকদার ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ময়মনসিংহ থেকে আটক করা শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ১৬ সেপ্টেম্বর সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইদিন রাতে বনানী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়। রাজধানীর রমনা ও ভাষানটেক থানায় করা হত্যা মামলায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়, তবে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102