January 21, 2025, 8:41 am
ব্রেকিং নিউজ
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শপথের আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা চাকরিহারা সংবাদকর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবি: জি এম কাদের জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের ২০০ জওয়ান মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন: ঢাকা বিভাগীয় কমিশনার প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন দায়িত্ব পেলেন মাওলানা মামুনুল হক ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে বাংলাদেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত থাইল্যান্ডে নেওয়া হলো ছাত্র আন্দোলনে আহত আশরাফুলকে কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি

অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের সঙ্গে লড়াইয়ে কোহলিরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, December 22, 2024
  • 17 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আগামী ২৬ ডিসেম্বর বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগে আজ (রোববার) দুপুরে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু পূর্বনির্ধারিত সেই ম্যাচটি খেলতে রাজি নয় ভারত।

কারণ তার আগেই মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া। এখন শুধু দুপক্ষেরই ক্রিকেটাররা নয়, ভারতীয় দল লড়ছে স্বাগতিক গণমাধ্যমের সঙ্গেও। গতকাল শনিবার জবাব তো দূরের কথা, অজি সাংবাদিকদের কোনো প্রশ্নই নেননি সফরকারী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যা নিয়ে অজি গণমাধ্যমের হতাশা প্রকাশের মাঝেই এবার ভারত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘প্রেস ম্যাচ’ বয়কট করেছে। এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’।

সব মিলিয়ে দুই দেশের রোমাঞ্চকর ও সৌহার্দপূর্ণ লড়াই ক্রমেই তিক্ততার দিকে গড়াচ্ছে। যার শুরুটা হয় ভারতীয় দল মেলবোর্নে পৌঁছাতেই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিকের সঙ্গে বিরাট কোহলি তর্কে জড়ানোর ঘটনায়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ তার প্রতিবেদনে জানিয়েছে— মেলবোর্ন বিমানবন্দরে নেমেই এক নারী সাংবাদিকের দিকে তেড়ে যান বিরাট কোহলি। তার ধারণা– ওই সাংবাদিক কোহলির সঙ্গে থাকা স্ত্রী আনুশকা শর্মা ও দুই সন্তান ভামিকা-অকায়ের ফুটেজ নিচ্ছিলেন, যা দেখে ক্ষুব্ধ কোহলি চ্যানেল নাইনের সাংবাদিককে শাসান এবং ছবি না তুলতে অনুরোধ করেন।

কোহলিকে অবশ্য পাল্টা জবাব দিয়ে সেই সাংবাদিক বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই।

অন্যদিকে গতকাল রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন করা না হয়। বিপরীতে জাদেজা স্বদেশি গণমাধ্যমের কাছে হিন্দিতে মন্তব্য করেছেন। ওই সময় অজি সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলেও তাদের ‘সময় নেই’ বলে জানিয়ে দেন ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ।

একপর্যায়ে নাকি তাদের উদ্দেশ্যে ‘দয়া করে ক্যামেরা নামান’ বলেও তিনি মন্তব্য করেন। সংবাদকর্মীদের ‘একটি ইংরেজি প্রশ্ন করতে পারি?’ এমন প্রশ্নেও হাত নেড়ে ‘না’ উত্তর দেন জাদেজা।

রবীন্দ্র জাদেজার এ ঘটনার বর্ণনা দিয়ে অজি গণমাধ্যম বলছে, পুরো মৌসুমেই ভারতের সংবাদ সম্মেলন শুরু হয়েছে ইংরেজি প্রশ্ন দিয়ে এবং তাতে উত্তরও দিয়েছেন দেশটির ক্রিকেটাররা। শেষ দিকে তারা হিন্দিতে প্রশ্ন নেন। আবার ভারতীয় সাংবাদিকরা সংবাদ সম্মেলন শুরু করেন ইংরেজি প্রশ্ন দিয়ে।

কিন্তু গতকাল ৩০ মিনিট দেরিতে গণমাধ্যমের মুখোমুখি হন জাদেজা। এরপর কেবল হিন্দি ভাষায় তিনি ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। ৯ মিনিটেই শেষ হয়ে যায় তার কনফারেন্স। দ্রুততম সময়ে তাকে বাসে তুলে নেন ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ।

উল্লেখ্য, পার্থ টেস্টে জয় দিয়ে পাঁচ ম্যাচের এই রোমাঞ্চকর সিরিজ শুরু করেছে ভারত। এর পর স্বাগতিক অস্ট্রেলিয়া অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট জিতে বড় ব্যবধানে। তৃতীয় টেস্টে ব্রিসবেনেও হারের পথেই ছিল রোহিত শর্মার দল। তবে প্রায় দুদিনেরও বেশি সময় বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেই ম্যাচটি ড্র নিয়ে হতাশায় পোড়ায় স্বাগতিক প্যাট কামিন্সের দলকে। ফলে ১-১ সমতায় রয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। চতুর্থ টেস্টে আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে–তে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102